উজ্জ্বল রায় (নিজস্ব প্রতিবেদক) নড়াইলঃ নড়াইল জেলায় করোনা যুদ্ধে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তার মধ্যে সর্বচ্চ মেধা, শ্রম ও অর্থ দিয়ে এগিয়ে রয়েছেন মোঃ গোলাম মুর্তজা স্বপন। হ্যা তিনি আমাদের মানিবিক এমপি মাশরাফি বিন মুর্তজার গর্বিত পিতা। উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক নড়াইল জানান ত্রান সামগ্রি জোগাড়, প্যাকেটিং, বিতরন আবার ভ্রাম্যমাণ মেডিক্যাল টিমের কার্যক্রম তদারকি, বিভিন্ন ভলান্টিয়ার গ্রুপস কে উৎসাহ প্রদান থেকে শুরু করে কর্মকান্ড তদারকি সকল কার্যক্রম সামলাচ্ছেন একক হাতে। দিন রাত চব্বিশ ঘন্টা অসহায় মানুষদের পাশে থাকছেন, দিচ্ছেন খাবার, ঔষধ সহ ত্রান সামগ্রি। সম্মানিত পরিবার যারা সাময়িক সমস্যাগ্রস্থ তাদের খুজে খুজে গোপনে নিজস্ব লোক দিয়ে পাঠাচ্ছেন শুভেচ্ছা উপহার। মাননীয় সাংসাদের পিতা হিসেবে নয়, তিনি অসহায় মানুষের দুঃখ কে নিজের দুঃখ বিবেচনায় সুখকর করে তোলার প্রচেষ্টা করে আসছেন অনেক পূর্ব থেকেই।
গোলাম মুর্তজা স্বপনের জন্ম একটি ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে। কয়েক পুরুষ পূর্ব থেকেই তারা অনেক অর্থ বিত্ত ও সম্মানিত। এলাকার মানুষের সুখ দুঃখের অংশিদার অনেক আগে থেকেই। তার পিতা মহান মুক্তি যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। সামাজীক ও রাজনৈতিক ভাবে তারা পুর্বপুরুষের ধারাবাহিকতায় দানশীল ও মহানুভব।
প্রচার বিমুখ এই মহান ব্যাক্তির সুস্থ জীবনের জন্য সকলে স্রষ্টার দরবারে প্রার্থনা করি।নড়াইলে করোনা যুদ্ধে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিন রাত চব্বিশ ঘন্টা অসহায় মানুষদের পাশে। উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক নড়াইল