উজ্জ্বল রায় (নিজস্ব প্রতিবেদক) নড়াইলঃ নড়াইল সদরের ধোন্দা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের তিনজনকে কুপিয়েছে প্রতিপক্ষের লোকেরা। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে সদরের ধোন্দা বিলের মধ্যে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, ধোন্দা গ্রামের বর্তমান মেম্বার মাকু শিকদার ও সাবেক মেম্বার জিয়া মোল্যা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার দুপুরে মাকু শিকদার এর নেতৃত্বে ৭/৮ জন দেশীয় রামদা, সামুরাই নিয়ে ধোন্দার বিলের জমিতে কাজ করা জিয়া মেম্বারের লোকদের ঘিরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে একই পরিবারের তিনজন মারাত্মক আহত হন।
আহতরা হলেন গ্রামের মকবুল মোল্যার ছেলে সালাম মোল্যা (৩৮), কালাম মোল্যা (৪২) ও তাদের ভাতিজা আজাদ মোল্যা (৩৪)। এদের মধ্যে আজাদ মোল্যার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিক্যালে রেফার্ড করা হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মশিউর রহমান বাবু,উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক নড়াইলকে বলেন, বেলা সাড়ে ১২টায় কোপের জখম হয়ে তিনজন সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াছ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।উজ্জ্বল রায় (নিজস্ব প্রতিবেদক) নড়াইল