মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে আমাদের সিদ্ধান্ত ও অবস্থান ব্যাখ্যা করবেন। আগামী দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রীর একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। আজ বৃহস্পতিবার আওয়ামীলীগের সভাপতির কার্যালয়ে সভাপতি মন্ডলীর সভা শেষে এ মন্তব্য করেন দলের দলের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের সময়সূচি ঘোষণা করার পর আজ প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স কথা চিলো। ঐক্য ফ্রন্টের সংলাপের সাথে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, মনোনয়নপত্র আগামীকাল থেকে মনোনয়ন বিক্রি শুরু করা হবে। ৮টা বুথ হবে। আগ্রহীরা সেখানে থেকে ফর্ম নিতে পারেন।
সংলাপের পর আওয়ামী লীগ আশা করে বিএনপি নির্বাচনে আসবে। তবে কোন নাসকতা হলে তা মোকাবেলা করতে প্রস্তুত থাকবে আওয়ামী লীগ।