তারিকুল ইসলাম চৌধুরী, নিজেস্ব প্রতিবেদক দিনাজপুর ।। দিনাজপুরের এম আব্দুর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের করোনাভাইরাস ইউনিট থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিটি তার বাড়িতেই মারা গেছে ।
তার বাড়ি বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের শৈলান গ্রামে । কাটলা ইউনিয়নের চেয়্যারম্যান নজির হোসেন জানান, ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে তিনি এ রোগে মারা যান । মৃত্য ব্যাক্তিটির সাইকেলের মেকানিক্স ছিল । দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বলেন ঐ ব্যক্তি জ্বর সর্দ্দি ও যক্ষায় আক্রান্ত ছিল । করোনাভাইরাসের উপসর্গ থাকায় এম আ.রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত সোমবার দুপুরে করোনাভাইরাস ইউনিটে ভর্তি করানো হয় ।
কিন্তু রাতেই সে রাতেই পালিয়ে যায় । সকালে বাড়িতেই মারা যান। তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।