তারিকুল ইসলাম চৌধুরী, নিজেস্ব প্রতিবেদক দিনাজপুর।দিনাজপুর জেলা প্রশাসক করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কঠোর বিধি নিষেধ জোরদার করেছে জেলা প্রশাসক।এরই মধ্যে বাইরে বের না হওয়া ও সড়কে যানবাহন চলাচল না করার ওপর কঠোর ব্যবস্থা গ্রহন করার জন্য জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুরে সব ধরনের যানবাহনের প্রবেশ ও বের হওয়া বন্ধ থাকবে। এ ব্যাপারে প্রশাসন বলছে, এটি লকডাউন না,সেমি লকডাউন বা মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা। পরবর্তী পদক্ষেপ হবে লকডাউন। অতি প্রয়োজনে রিকশায় একজনের বেশি যাত্রী এবং মোটরসাইকেলে চালক ছাড়া আর কোনো আরোহী চলাচল করতে পারবে না। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরের বাইরে যেতে। পারবে না। এখানে এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলও।সীমিত করা হয়েছে। এ গণবিজ্ঞপিÍতে জরুরি সেবা। কাজে নিয়োজিত কর্মী ও যানবাহন চলাচলের ক্ষেত্রে শিথিল। থাকবে বলে নিদের্শনা রয়েছে। তবে অন্যদের চলাচল নিয়ন্ত্রণ করতে জেলার সব প্রবেশ ও বহির্গমন স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সানিউল ফেরদৌস বলেন, ওবিষয়টি আসলে লকডাউন না। সেমিলকডাউন বা মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা। পরের পদক্ষেপ হবে লকডাউন।