বৃহত্তর নোয়াখালীর (ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী) গ্রামীণ সড়ক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫০ কোটি টাকা অনুমোদন দিয়েছে। আজ মন্ত্রীসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয় ।
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির বিশেষ অনুরোধে একনেকের মিটিং এ বৃহত্তর নোয়াখালীর গ্রামীন সড়ক উন্নয়নের জন্য ১৫০ কোটি টাকার প্রকল্পটির অনুমোদন দেওয়া হয় ।
৭ নভেম্বর, বুধবার একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পটির অনুমোদন দেয়। গ্রামীন জনপদ ও মেঠোপথ পাল্টে গেছে বর্তমান আওয়ামীলীগের আমলে। উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রাম থেকে গ্রামে, পাড়ায় কিংবা মহল্লায়।
এবিষয়ে স্থানীয় জনগনের অভিমত,এ অর্থায়ন গ্রামীন সড়ক উন্নয়নে গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে।তারা কৃতজ্ঞতা জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এবং ধন্যবাদ জানান সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কে।