নুর উদ্দিন মুরাদ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়নে ব্যতিক্রমভাবে ত্রান বিতরণ করছে স্থানীয় আবু মাঝির হাট ব্লাড ব্যাংক সদস্যরা। এতে ত্রাণের জন্য কাউকে আসতে হয় না, বরং তারাই নিজ উদ্যোগে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে খাদ্য সামগ্রী।
বুধবার(৮ এপ্রিল) চরহাজারী ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের ৩শ অসহায় গরীব পরিবারে সংগঠনের নিজস্ব অর্থায়নে ২৫ মণ চাল, ১৫ মণ আলু, চার মণ ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। তারা নিজে পায়ে হেঁটে ও অটোরিকশা যোগে দুয়ারে দুয়ারে গিয়ে স্বেচ্ছাশ্রমে এসব সামগ্রী পৌঁছে দিয়ে আসছেন বলে জানা গেছে।
এতে অংশ নেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান চৌধুরী, সেক্রেটারি আলমগীর ফিরোজ, সহ-সেক্রেটারি মাইন উদ্দিন শামিম, ক্যাশিয়ার শাহাদাত উল্লাহ সহ আরো অনেক সদস্যরা।
কার্যক্রম সম্পর্কে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান চৌধুরী বলেন, সরকার করোনা সতর্কতায় গণজমায়েত নিষিদ্ধ করেছে। তাই সামাজিক দুরত্ব বজায় রাখার স্বার্থে অসহায়দের খোঁজ নিয়ে সংগঠনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নেয়া হয়েছে। তিনি সামাজিক দুরত্ব ও আত্মসম্মান বজায় রেখে সবাইকে ত্রাণ সামগ্রী বিতরণের অনুরোধও জানান।
অন্যদিকে সংগঠনের সেক্রেটারি আলমগীর ফিরোজ বলেন, গণজমায়েত করে ত্রাণ দিলে একটা শ্রেণি ত্রাণের জন্য আসলেও লাজলজ্জার ভয়ে অনেকেই না এসে কষ্টে দিনাতিপাত করছে। তাই সব দিক বিবেচনা করে খোঁজখবর নিয়ে খাদ্য সংকটে থাকা অনেক নিম্ন মধ্যবিত্তের পরিবারেও গোপনে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।