করোনা ভাইরাসের প্রকোপে বর্তমান বিশ্ব এখন স্থবির ও আতংকিত! ছিন্নমূল ও দুস্থ মানুষেরা দৈনন্দিন আয়ের উৎস হারিয়ে এখন দিশেহারা।
এরই পরিপ্রেক্ষিতে, দুস্থ ও অসহায় মানবতার পাশে দাঁড়ানোর নিমিত্তে ”নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ,ঢাকা বিশ্ববিদ্যালয়” এর উদ্যোগে Companiganj students family (CSF) এর সহোযোগিতায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক আইনুল ইসলাম মাহবুব এর প্রচেষ্টায় কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ৬ (এপ্রিল) প্রাথমিকভাবে ৮০ টি অসহায় পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে।
তাদের এই ক্ষুদ্র প্রয়াসের ফলে হয়তো সমাজের আরো অনেকে নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য চেষ্টা করবে। এমনটাই ধারণা করেন কোম্পানিগঞ্জ পৌরসভার মেয়র জনাব আব্দুল কাদের মির্জা। তিনি খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম উদ্ভোদন করেন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল করিম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আইনুল ইসলাম মাহবুব, সৈয়দ রফিকুল ইসলাম রাকিব, আব্দুল্লাহ ফারুক রিগান,মিজানুর রহমান সোহাগ,শুভ নাইম ও তানজিলা তানজু।