লক্ষ্মীপুরের রায়পুরে করোনাভাইরাস প্রাদুর্ভাবরোধে ঘরে থাকা দরিদ্র ও অসহায় মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন৷
রায়পুর পৌর ছাত্রলীগের আহবায়ক মাহবুবুর রহমান রিজভী পৌরসভার ৯ টি ওয়ার্ড রাতের অন্ধকারে হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাউল, ডাল, আলু, তেল, পেয়াজ ও সাবান, মাস্ক, পৌঁছে দেওয়া হয়েছে।
এ সময় ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রিজভী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে মানুষকে এখন ঘর থেকে বের না হওয়া, সাবান দিয়ে বেশি বেশি হাত ধোঁয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছেন । এতে করে খেটে খাওয়া অসহায় ও দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন। প্রকৃত হতদরিদ্রদের খুঁজে বের করে তাদের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে করে কেউ কষ্ট না করেন। লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নির্দেশে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।