আমি বিএনপিতে নই, কামাল হোসেন সংঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি। নির্বাচনে জয়ী হওয়ার আগ পর্যন্ত বিএনপির কথা ভুলে যান,ঐক্যফ্রন্টের পতাকাতে থাকা উচিত হবে বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় ঐক্য ফোরামে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী আরো বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে গিয়ে গণতন্ত্রের নেতা হয়েছেন আজ। আজ তিনি দেশের প্রতিটি মানুষের অন্তরে প্রবেশ করেছেন। আমি জানি, বাংলাদেশকে আর আগের মত বন্দী রাখা যাবে না। তাই বেগম খালদো জিয়া হেফাজতে রাখা যাবে না ।