মরণঘাতি করোনা ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮৮ জন। প্রাদুর্ভাব রোধে সরকারের পক্ষ থেকে মানুষকে নিজ ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। দেশে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
করোনা মোকাবিলায় ঘরের বাইরে যাতে মানুষের ঘুরাঘুরি বন্ধে সেনাবাহিনী ও পুলিশ কঠোর ভূমিকা পালন করছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন বহু দিনমজুর ও সাধারণ মানুষ।
দেশের এই ক্লান্তিলগ্নে নোয়াখালীর সেনবাগের ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের অসহায় হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ালেন সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান।
এছাড়া উপস্থিত ছিলেন, মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি জাহিদুল ইসলাম আমান, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, আবু শাকের রিয়াদ, শেখ ফিরোজ, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় সেনবাগ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফাহাদ আলম ও ছাত্রলীগ নেতা এমরান হোসেন প্রমুখ। ফিরোজ আলম রিগান জানান, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে, উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংসদের পক্ষ থেকে ত্রাণ দেয়া হয়েছে। কিন্তু তারপরও উপজেলার বিভিন্ন এলাকার অনেক হতদরিদ্র পরিবার ত্রাণ পায়নি। তাই ব্যক্তিগত উদ্যোগে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছি। সন্ধ্যায় থেকে রাত পর্যন্ত আমি নিজে গিয়ে গিয়ে তাদের হাতে ত্রাণ বিতরণ করেছি। দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে তারপরও যদি কেউ খাদ্য সহযোগিতা না পেয়ে থাকেন তাদের বাড়ি গিয়ে অবশ্যই তাদেরও ত্রাণ দেয়ার চেষ্টা করবো।