এম,এ রহিমঃ করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ঘরে থাকা দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে ব্যাবস্থা করেছেন।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১১ চরহাজারী ইউনিয়ন পরিষদে সরকারের দেওয়া ত্রান উদ্ভোদন করেন, চরহাজারীর চেয়ারম্যান নুরুল হুদা।
এই সময় উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সবুজ, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার সহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান আকাশ প্রমুখ।
ইউনিয়ন পরিষদের সরকারের দেওয়া ত্রান বিতরণ উদ্ভোদনের পর দরিদ্র পরিবারের মাঝে চরহাজারীর চেয়ারম্যান নুরুল হুদা প্রতিটি ওয়ার্ডে গিয়ে পূর্বের তালিকা অনুযায়ী ঘরে ঘরে ত্রান পৌঁছে দেন।