তারিকুল ইসলাম চৌধুরী,নিজেস্ব প্রতিবেদক,দিনাজপুর: দিনাজপুরের খানসামায় করোনাভাইরাসের কারণে ক্ষতি গ্রস্থ শ্রমজীবী১শত ১০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও কর্মহীন পরিবারেরপাশে দাড়ালেন বীরগঞ্জ সার্কেল(খানসামা-বীরগঞ্জ থানা)এর দায়িত্বরতদিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল ওয়ারেস ।৫কেজি চাল,২কেজি আলু,অর্ধ লিটার তেল, অর্ধ কেজি ডাল,অর্ধ কেজিলবন ও ১টি সাবান বিতরন করেন । বিতরন কালে তিনি বলেন খেটেখাওয়া শ্রমজীবী মানুষ আজকে করোনা ভাইরাসের কারণে ক্ষতি গ্রস্থহয়েছে । শ্রম জীবী মানুষ আজকে অসহায় হয়ে পড়েছেন ।
আমরাপুলিশে যারা চাকরী করি এক মাসের বেতন ও বৈশাখী ভাতা সহকরোনাভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থদের সাহায্য করেছি । আজকের এ খাদ্য বিতরন করছি যা আমার সামান্য প্রেয়াস । তিনি দানশীলব্যক্তিদের আহবান জানিয়ে বলেন আসছে বৈশাখী উৎসব, অনেকেঅনেক রকম খরচ করবেন । এ খরচটি যদি আপনারা এ গরীব মানুষেরসাহায্যে খরচ করেন তাহলে তারা দোয়া করবে,গরীব মানুষের সাহায্যকরলে খুব ভালো লাগবে । তিনি আরো বলেন আমি মটরসাইকেলছিনতাই ও চুরি, জুয়া ও মাদক খানসামা থেকে উপড়ে ফেলতে চাই । আপনাদের সহযোগিতা আমাদের কাম্য । আমি পুলিশকে পাবলিকেরবন্ধু দেখতে চাই । কেন তারা পুলিশকে ভয় পায়, ভয় আর দুরত্ব কমিয়েপাবলিককে বন্ধু বানাতে চাই ।
এ সময় উপস্থিত ছিলেন থানা অফিস ইনচার্স শেখ কামাল হোসেন সহথানা সকল পুলিশ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।