প্রশান্ত সুভাষ চন্দ :
নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আরিফুর রহমান। আজ বুধবার দিনভর বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে হতদরিদ্র এ পরিবার গুলোকে বাড়িতে গিয়ে আবার কাউকে রাস্তায় খু্ঁজে বের করে খাদ্য সহায়তা দেন। এসময় করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে সামাজিক সুরক্ষা নিশ্চিতে গঠিত থানার “কুইক রেসপন্স টিমের” সদস্যরাও উপস্থিত ছিলেন।
আজকের কার্যক্রম বিষয়ে ওসি মো: আরিফুর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে কার্যত লক ডাউনে আটকা পড়ে হতদরিদ্র এ মানুষ গুলো চরম খাদ্য সংকটে পড়েছে। বিষয়টি অনেকের মতো মাননীয় পুলিশ সুপার মহোদয়কেও ব্যথিত করেছে। সেই মানবিক বোধ থেকেই মাননীয় পুলিশ সুপার জনাব মো: আলমগীর হোসেন স্যার এ কর্মসূচী গ্রহন করেছেন। আমরা উনার অর্থায়নে ও দিক নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় হত দরিদ্র, প্রতিবন্ধী, অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক প্রদান করেছি।