দেলোয়ার হোসেন সুমন:
সৌদি আরব মদীনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে
কোরবান নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
এই প্রথম কোন বাংলাদেশী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ মার্চ মদিনার আল যাহারা হাসপাতালে মারা যান।সোমবার হাসপাতাল থেকে এ বিষয়ে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়।
তিনি ঢাকা সাভার উপজেলার, নগরকান্দা গ্রামের, সাদারপুর পুড়ান বাড়ীর মোঃ রেজাউল করিমের ছেলে। তার পাসপোর্ট নাম্বার- BF 0951335.
তার কোনো আত্মীয়-স্বজন এখন পর্যন্ত জেদ্দা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেনি।এ বিষয়ে বিস্তারিত জানিয়ে জেদ্দা কনস্যুলেট উইং একটি চিঠি পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে।