দূরে থেকে পাশে দাঁড়াই,দিনমজুর,রিকশা চালক হতদরিদ্রদের খাদ্য যোগাই’ এই স্লোগান নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি মো. নুরুল করিম জুয়েল!
মঙ্গলবার (৩১ শে মার্চ) নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রায় ৩’শ জন হতদরিদ্র রিকশা ও ভ্যান চালক, দিনমজুরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও করোনা সচেতনতায় পরিচ্ছন্নতা সামগ্রী প্রদান করেন তিনি। এ সময় ৩০০ টি প্যাকেটে মোট ৭৫০ কেজি চাল, ১২৫ কেজি ডাল, ৪৫০ কেজি আলু,৩০০ টি হ্যান্ড স্যানিটাইজার ও ৩০০ মাস্ক বিতরণ করা হয়।
তিনি জানান, সম্প্রতি নভেল করোনা ভাইরাস এর মহামারী রূপ ঠেকাতে পুরো বিশ্ব হিমশিম খাচ্ছে। সমস্ত দেশ লকডাউন অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন দিনমজুর ও খেটেখাওয়া মানুষেরা। তাঁদের সচেতনতা ও অর্থ উপার্জনের উৎসের অপ্রতুলতার দিকটি বিবেচনা করে আমি আমাদের পৌরমেয়র আবদুল কাদের মির্জা সাহেবের ত্রান বিতরন কার্যক্রমের ফান্ডে ৫০,০০০ টাকা ও ব্যাক্তিগত ভাবে ৩০০ মাস্ক,৩০০ হ্যান্ড স্যানিটাইজার, ৩০০ রিকশা চালক -সিএনজি চালক, দিন মজুরকে খাদ্য সামগ্রী দিয়েছি।এটি আমি এবং আমার কহিনূর হুদা ফাউন্ডেশনের এ উদ্যোগে করেছি।এসময় তিনি যার যার অবস্থা থেকে আশপাশের হতদরিদ্রদের পাশে দাঁড়াতে সবাইকে অনুরোধ করেন।