সুলতান আহম্মেদ: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের টেষ্ট সিরিজ চলছে।দেশের সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেষ্ট সিরিজ দেখার জন্য ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। ৪ ও ৫ নভেম্বর টেষ্ট সিরিজের কিছু ছবি ভাইরাল হওয়ায় সামাজিক মাধ্যমে চলছে চরম সমালোচনা।
অরুপ হাসান রিয়াদ নামের এক দর্শনার্থী জানান, এ দেশে টেষ্ট খেলায় তেমন দর্শন হয়না। বর্তমান সময়ে মোটামুটি বাড়ছে দর্শন। কিন্তু গত দুদিন টেলিভিশনের ক্যামরা পারসুন লাইভে মাঠের ভিতরে এবং ভাইরের কিছু ছবি তুলে ধরায় অনেক তরুন -তরুনী দর্শক মাঠে খেলা দেখা থেকে আগ্রহ হারিয়ে ফেলবে।
অন্যদিকে ফাহিমা হাসান নামের এক কলেজ ছাত্রী দ্যা ডিজিটাল বাংলাদেশ ‘কে জানান, এটি মোটেও ভালো হয়নি। অনেক তরুন দর্শক মাঠে খেলা দেখা থেকে আগ্রহ হারিয়ে পেলবে।