কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনা ভাইরাসে বেকার হয়ে পড়া হতদরিদ্র মানুষদের আল হোসেন ইন্টারন্যাশনালের খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।
আল্লাহর উপর ভরসা রাখুন,মাস্ক ব্যবহার করুন হাত পরিস্কার করুন, করোনা ভাইরাস মুক্ত থাকুন এই শ্লোগান নিয়ে করোনা ভাইরাসে বেকার হয়ে পড়া হতদরিদ্র ৩ শত মানুষদের ৩ কেজি চাল, ৫০০ গ্রাম মসুর ডাল,৩ কেজি আলু,২ কেজি পেঁয়াজ,১ কেজি তেল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে বিতরন কালে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, চরহাজারী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদা,আল হোসেন ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডাইরেক্টর শামছুল আরাফাত রিফাত,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান আকাশ, আবু হাসান রবিন, মাসুম, যোবায়ের প্রমুখ!
এসময় করোনা প্রতিরোধে পরিস্কার পরিছন্ন থাকা ও সচেতনতার বিকল্প নেই বলে পরামর্শ দেয়া হয়। সাধারণ খেটে খাওয়া মানুষ এসময়ে খাদ্যসামগ্রী পেয়ে স্বস্থি প্রকাশ করেন।
এ বিষয়ে আল হোসেন ইন্টারন্যাশনালের জিএম ফরহাদ হোসেন জানান,দেশের এ কঠিন সময়ে হতদরিদ্র, খেটে খাওয়া মানুষদের পাশে থাকদে পেরে আমরা আনন্দিত! ভবির্ষতেও এ ধারা অব্যাহত থাকবে।