নুর উদ্দিন মুরাদ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কহিনূর হুদা ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়েছে। আল্লাহর উপর ভরসা রাখুন,মাস্ক ব্যবহার করুন হাত পরিস্কার করুন,স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মানুন ও করোনা ভাইরাস মুক্ত থাকুন এই শ্লোগান নিয়ে ৩ শতাধিক মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিডাইজার বিতরণ করা হয়েছে।
প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে দেশের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নে কহিনুর হুদা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও শ্রমজিবি মানুষদের মাঝে তিনশত হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
কহিনুর হুদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ নুরুল করিম জুয়েলের নেতৃত্বে এ কর্মসূচী পালন করা হয়। এসময় জুয়েল বলেন, আমরা নিজ নিজ জায়গা থেকে যদি কিছুটা সহযোগিতা করতে পারি তাহলে আমাদের দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমবে।
তিনি বলেন, দেশের কিছু অসাধু ব্যবসায়ী স্যানিটাইজার পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন। বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পাওযা যাচ্ছে না। ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া সাধারণ মানুষেরা এসব কিনতে পারছে না এমন কি পাওয়া যাচ্ছেনা। তাই আমরা এসব অসহায় মানুষদের হাতে স্যানিটাইজার পণ্য পৌঁছে দিচ্ছি।
এসময় সমাজের বিত্তবানদের আসহায় মানুষদের পাথে দাঁড়ানোর আহবান জানিয়ে জুয়েল বলেন, দেশের সব ছাত্রলীগ যদি অসহায় মানুষদের পাশে এভাবে দাঁড়ায় তাহলে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হবে।
এ সময় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঠু উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ, রাজু, আকাশ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।