খালেদা-নিজামীর সরকার কি দিয়েছে জানেন❓
◼️খালেদা-নিজামীর সরকার ৫ বছরে মাত্র ৩টি বিসিএস পরীক্ষার আয়োজন করেছিলো। যার মধ্যে ২টি বাতিল, বাকী ১টিতে নিয়োগ হলেও স্থান পেয়েছিলো বগুড়ার আজিজ কলেজের ৩৫ জন ছাত্রদল নেতা।
◼️শেখ হাসিনার সরকার আমলে বিগত দশ বছরে ৯টা বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এসব নিয়োগ নিয়ে কেউ চুল পরিমান প্রশ্ন তুলতে পারেনি। সকল সরকারী বেসরকারী ব্যাংকে নিয়োগ হয়েছে পরীক্ষার মাধ্যমে। বিভিন্ন মন্ত্রনালয় ও অধিদপ্তরে চাকরীর বড় বড় সার্কুলারগুলো বর্তমান সরকার আমলে হয়েছে।