তারিকুল ইসলাম চৌধুরী ,দিনাজপুরঃ গতকাল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন খানসামা থানার নতুন যোগদানকৃত অফিস ইনচার্জ শেখ কামাল হোসেন। এর আগে নতুন ওসিঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তারগ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
গত ১৯ মার্চ খানসামা থানার বিদায়ী ওসি আ:মতিনপ্রধানের কাছ থেকে নবাগত ওসি শেখ কামাল হোসেন দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত ওসি শেখ কামাল হোসেন বলেন আমি সাংবাদিকবান্ধব, আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমার প্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থা স্থাপন করা,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়েখানসামাকে একটি আদর্শ,মাদকমুক্ত নিরাপদ ও মডেল থানাহিসেবে প্রতিষ্ঠিত করা। আর এ মহান কাজে আপনাদের ও জনগনের কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন থানা ওসি ( তদন্ত ) ও ইলেক্ট্রীক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বার্তা প্রেরক,
তারিকুল ইসলাম চৌধূরী,
,দিনাজপুর।