বিশেষ প্রতিনিধি:
বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে রক্ষায় নোয়াখালীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করেছে স্বেচ্ছাসেবি সংগঠন ‘মানুষের মুখে হাসি’!
শনিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন নোয়াখালী সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠু।
কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবীরা জেলার বিভিন্ন স্থানে মাইকিং, বিনামূল্যে মাস্ক, সাবান ও লিপলেট বিতরন করেন এবং আতঙ্কিত না হয়ে সচেতন থাকার জন্য সবাইকে আহবান জানান।
এসময় তারা বলেন, আমরা বিভিন্ন সময়ে সুবিধাবঞ্চিত মানুুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এ কার্যক্রমটিও তারই অংশ।
মূলত যাদের পক্ষে মাস্ক ও হাত ধোয়ার সাবান কেনা কষ্টকর হয়ে যায়, তাদের জন্যই আমাদের এই উদ্যোগ।মানবিক বন্ধুদের সহযোগীতা পেলে আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।