নুর উদ্দিন মুরাদ:
ইতালির মিলান শহরে বসবাসরত নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার রামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গোলাম মাওলা (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছে।( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত সর্দিকাশি,ও শ্বাসকষ্ট জণিত রোগে ভূগছিলেন। শেষের দিকে তাঁর দেহে করোনা ভাইরাস শণাক্ত হলে মিলানোর নিগোয়ারদা হাসপাতালে ভর্তি করা হয়।
২০ মার্চ(শুক্রবার) আনুমানিক রাত ৮ টার সময় চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে,১ মেয়ে রেখে গেছেন।
গোলাম মাওলা পরিবার পরিজন নিয়ে ইতালির মিলান
শহরে বসবাস করতেন। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একদিকে শোক এবং অন্য দিকে আতংক বিরাজ করছে।এছাড়াও তার গ্রামের বাড়ীতে চলছে শোকের মাতম!