নুর উদ্দিন মুরাদ:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হেফাযতে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ শাখা!
শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর বসুরহাট বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিন করে জিরো পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, হেফাযতে ইসলাম কোম্পানীগঞ্জ শাখা উপদেষ্টা মাওলানা মুফতি হাফিজুল্লাহ, সেক্রেটারি মাওলানা আলী আহমদ জমিরী,সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান মাদানী,কোষাধ্যক্ষ মাওলানা আহমদুল হাসান,মাওলানা আলাউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ
বিক্ষোভে অংশগ্রহণকারীরা নরেন্দ্র মোদির বিরুদ্ধে নানা স্লোগানে মোদিকে প্রতিহতের ঘোষণা দেন।
প্রসঙ্গত, আগামী ১৭ মার্চ মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার কথা রয়েছে। সম্প্রতি দিল্লিতে মুসলিমদের ওপর হামলায় মোদির সরকার জড়িত এ অভিযোগ এনে ইসলামী দলগুলো মোদিকে মুজিববর্ষের অনুষ্ঠানে না আনার দাবি জানিয়ে আসছিল।