সংগ্রহ বাইক বিডি
বর্তমান সময়ে বাইকাররা একটু সুযোগ পেলে বাইক নিয়ে একদিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো মনোরম জায়গা গুলোর সন্ধানে থাকে। বাইক নিয়ে লং ট্যুরে যাওয়ার ইচ্ছা আমাদের অনেকেরই থাকে। কিন্তু আমরা সময়ের অভাবের কারনে অনেক সময় লং ট্যুর দেয়ার সুযোগ হয় না। আজ আমরা জানবো ঢাকার আশেপাশে ৩৪ টি মনোরম জায়গা সম্পর্কে।[ 3 ]
কিভাবে গোলাপ গ্রাম যাওয়া যায়?
কিভাবে পানাম ও মেঘনার পার যাওয়া যায়?
[ 2 ]
কিভাবে বালিয়াটি জমিদার বাড়ি যাওয়া যায়?
ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জ এর রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। সাটুরিয়া পৌঁছে সেখান থেকে যেতে হবে জমিদার বাড়ির দিকে।
বালিয়াটি জমিদার বাড়ি রোববার পূর্ণদিবস আর সোমবার অর্ধদিবস বন্ধ থাকে। অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও বন্ধ থাকে।
জমিদার বাড়িতে প্রবেশের জন্য টিকেটের মূল্য জন প্রতি ১০টাকা।
কিভাবে মহেরা জমিদার বাড়ি যাওয়া যায়?
কিভাবে বঙ্গবন্ধু সাফারি পার্ক যাওয়া যায়?
শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এবং কুমিল্লা জেলার লালমাই-ময়নামতির অসংখ্য এবং চমৎকার সব প্রাচীনস্থাপনাগুলোর একটি।
দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন।
কিভাবে শালবন বিহার যাওয়া যায়?
শালবন বিহার যেতে প্রথমে কুমিল্লা শহরে যাবেন। কুমিল্লা শহর থেকে ৮ কি. মি. দূরে কোট বাড়িতে শালবন বিহার অবস্থিত।
খাওয়া-দাওয়া এবং ট্রলারের খরচ মিলিয়ে মোটামোটি ৩/৪ জনের জন্য ৭০০-১০০০ টাকা খরচ হতে পারে।
কিভাবে আড়াইহাজার মেঘনার চর যাওয়া যায়?
প্রথমে গুলিস্তান থেকে বাইক নিয়ে আপনার চলে যেতে হবে মদনপুর। মদনপুর থেকে আড়াইহাজার যাবেন।
কিভাবে মানিকগঞ্জের হরিরামপুর যাওয়া যায়?
কিভাবে রাজা হরিশচন্দ্রের ঢিবি যাওয়ার যায়?
ঢাকার গাবতলি রোড ধরে আপনার চলে যেতে হবে সাভারে। সেখান থেকে মজিদপুর যেতে হবে।
কিভাবে ষাইট্টা বটগাছ যাওয়া যায়?
ঢাকা থেকে প্রথমে যেতে হবে নবীনগর। নবীনগর থেকে এই স্থানের দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার।
কিভাবে মায়াদ্বীপ যাওয়া যায়?
প্রবেশমূল্যঃ প্রাপ্তবয়স্ক ১০০ টাকা, ছোটোদের ৫০ টাকা।
কিভাবেপদ্মারিসোর্ট যাওয়া যায় ?
কিভাবে জল জঙ্গলের কাব্য রিসোর্টে যাওয়া যায়?
কিভাবে ছুটি রিসোর্ট যাওয়া যায়?
কিভাবে নুহাশ পল্লী যাওয়া যায়?
কিভাবে ড্রিম হলিডে পার্ক যাওয়া যায়?
ঢাকা থেকে সিলেট মহাসড়ক ধরে এগিয়ে গেলে আপনি ড্রিম হলিডে পার্কে যেতে পারবেন।
কিভাবে রিভার প্যালেস যাওয়া যায়?
প্রবেশের সময়ঃ সকাল ১০-সন্ধ্যা ৭ টা।
প্রবেশ মূল্যঃ প্রাপ্তবয়স্ক ৩০০, ছোটোদের ২০০ (প্যাকেজ নিলে কাপল ২৫০০,ফ্যামিলি ৪৫০০)।
যোগাযোগ : ০১৭৩৬৮৯৬৬৬১, ০১৬৩২৫৫৫৩৩৩, ০১৬৩৬৯৯৯৩৩৩