সামাজিক ও স্বেচ্চাসেবী সংগঠন আর আমিন ফাউন্ডেশন এর উদ্যোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারী সকাল ১১টায় কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের নিকটবর্তী অবস্থিত “উই ফর ইউ” পাঠলাশায় নদীভাঙ্গন কবলিত ও হতদরীদ্র শিক্ষার্থীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম ফয়সালের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উই ফর ইউ এর সভাপতি নুর এ মাওলা রাজু। মুছাপুর ৭ নং ওয়ার্ডের মেম্বার আবদুল কাইয়ুম বাহার, সাধারন সম্পাদক , নোমান শিবলু, স্কুলের শিক্ষিকা নাহিদা সুলতানা পান্সি, হক সাহাব। আর আমিন ফাউন্ডেশন এর আনোয়ার হোসেন রিপন, আমির হোসেন জাবেদ।
এছাড়াও চর কাঁকড়া এবং চর ফকিরা ইউনিয়নের কয়েকটি স্থানে আর আমিন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরীদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।