তুরাগ তীরের আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হলো এবার বিশ্ব ইজতেমা।
লাখো মুসল্লির অংশগ্রহণে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিলো আজকের ইজতেমা ময়দান।
শনিবার সকাল ১১টা ১০ মিনিটে শুরু হয়ে মোনাজাত শেষ হয় ১১ টা ৪৬ মিনিটে।
বাংলায় মুনাজাত পরিচালনা করেন দাওয়াতে তাবলীগের মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমাদ।
বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় ৫৫তম বিশ্ব ইজতেমার আখেরী মুনাজাতে।
মুনাজাতে অংশ নিতে ইজতেমার মূল মঞ্চ থেকে শুরু করে ময়দান ও আশপাশের সড়কগুলোতে অবস্থান নেন লাখো মুসল্লি।
আশপাশে থাকা দালান-কোঠার ছাদেও অনেক মুসল্লিকে মোনাজাতে অংশ নিতে দেখা গেছে।