ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপির জ্যোষ্ঠ স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদকে আহবায়ক ও ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহবায়ক করে টিম লিডারের দায়িত্ব দিয়ে নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন করেছে বিএনপি।
শনিবার সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া দুই সিটিতে দুইজন দুইজন করে চারজনকে সমন্ধয়ও করা হয়েছে। উত্তরে ২১ সদস্য বৈশিষ্ট্য কমিটি বৈশিষ্ট্য কমিটিতে সমন্ধয়ক থাকবে বিএনপির স্থায়ি কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান, দক্ষিণে মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
এছাড়া ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, এ নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন পরিচালনায় যোগ্য নয়। আমরা এ নির্বাচনে অংশ নিচ্ছি এ কমিশন কতটা অযোগ্য তা তুলে ধরতে।