নুর উদ্দিন মুরাদ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরবালুয়াতে(উড়ির চর) অস্ত্র ও গুলিসহ হোসেন মাঝি (৫০) নামে এক জলদস্যু গ্রেফতার হয়েছে।
২৯ অক্টোবর,সোমবার সকাল ১০টায় স্থানীয় জনতা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উড়ির চর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিয়ার বাজার কমিউনিটি সেন্টার থেকে ২টি এলজি ও ৪টি কার্তুজসহ হোসেন মাঝিকে আটক করে চরবালুয়া পুলিশ ক্যাম্পে খবর দিলে ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক(এএসআই) গিয়াস উদ্দীন ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে আসেন।
স্থানীয়রা জানান,হোসেন মাঝি উড়ির চরের এক আতঙ্কের নাম। গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মাঝে খুশির হাওয়া বয়ছে।