টিএসসি সংলগ্ন রাজুভাস্কর্যের প্রাঙ্গণে আজ (১৩ ডিসেম্বর) ২০১৯ শুক্রবার বীর মুক্তিযোদ্ধার সন্তান ফারমিন মৌলীর স্মরণে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে। মুক্তিযুদ্ধ মঞ্চ তাদের পূর্ব ঘোষিত সকল কর্মসূচি স্থগিত করে তিন দিন শোক পালন করতেছে। ইতিমধ্যে তারা ফারমিন মৌলীর স্মরণে ও শ্রদ্ধা জানিয়ে পিরোজপুর জেলা শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি পদটি আজীবনের জন্য শূন্য ঘোষণা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এই সময় মুক্তিযুদ্ধ মঞ্চ দুই দফা দাবি পেশ করে। এ্যাম্বুলেন্সের ঘাতক চালক ও হেলপারকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও ফারমিন মৌলীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা লিটন, সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাবির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য ও মুহসিন হল শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম মাহবুবসহ বিভিন্ন স্থান থেকে আগত নেতৃবৃন্দ।