বিকল্প ধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন,ড. কামাল এই চুক্তি ভেঙ্গেছেন, এটি একজন ভদ্রলোকের কাছ থেকে প্রত্যাশা করা যায় না। আজ রাজধানীতে যুবধারার বিশেষ কাউন্সিলে এ কথা বলেন।
সম্প্রতি, বিরোধী রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্যফন্ট পক্ষ থেকে বিকল্প ধারার একাংশ বাদ দেওয়া হয়েছিল। কামাল হোসেনের নেতৃত্বে বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে জোট নেতারা চৌধুরীর দল থেকে বাদ দেন। বিকল্প ধারার রাষ্ট্রপতি বলেন, ষড়যন্ত্রকারীদের সঙ্গে কোনো চুক্তি হবে না। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শামসুর মবিন চৌধুরী আজ বিকল্প কাউন্সিলের সঙ্গে যোগ দেন। এছাড়া এরশাদ সরকারের সাবেক মন্ত্রী নাজিমউদ্দীন আল আজাদও বিকল্প ধারার সঙ্গে যোগ দেন।