বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অবৈধ এন্ট্রি করার জন্য মামলা য় খালাস দেন মেঘালয় রাজ্যের কোর্টের বিচারকগণ শুক্রবার রায় দেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খানসহ বেশ কয়েকজন ডিজিটাল বাংলদেশ নিউজ কে এই তথ্য জানান।
শায়রুল কবির বলেন, সালাহউদ্দীন আহমেদ শিলংয়ের আদালতে খালাস করেছেন। রায়ের পর, আমি তার সাথে কথা বললাম। তিনি বলেন যে তিনি ন্যায়বিচার পেয়েছেন। “১১ মে, ২০১৫ সালে, ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মেঘালয় রাজ্যের শিলং পুলিশের একটি মামলা দায়ের করেন। প্রায় সাড়ে তিন বছর বিচারের পর এই মামলার বিচার প্রক্রিয়া ১৩ আগস্ট শেষ হয় এরপর রায় ঘোষণার আগে চারবার উক্ত রায় ঘোষণা করা হয়। সালাহউদ্দিন আহমেদ আইনজীবী ছিলেন এপি মহন্ত।