প্রথম দুই ওয়ানডেতে জয়লাভ করে বাংলাদেশ সিরিজ জিতেছে। তৃতীয় ও শেষ ওডিআইতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে চায় টাইগাররা! এই ম্যাচ জয় করার জন্য, বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
২৮৭ রান করতে হবে বংলাদেশ কে। শন উইলিয়ামন এর সেঞ্চুরি এবং ব্রেন্ডন টেলর এর অর্ধশতকের ৫ উইকেট ২৮৬ রান করে। টাইগারদের এই ম্যাচে তিনটি পরিবর্তন করা হয়েছে। প্রথম ওভারে সাইফুউদ্দিন আগাত আনেন এবং পরের ওভারে আরেকটি আবু হায়দার রনি মাসাকাদজা মাত্র ২ রান করেই ফিরিয়ে দেন তিনি। কিন্তু বাংলাদেশের বোলাররা তেমন হয়নি। টেলর ও উইলিয়ামস তৃতীয় উইকেটে ১৩৮ রান যোগ করেন। ক্যারিয়ার সেরা ইনিংসে ৭৫ রান করেন টেইলর।
ফজলে রাব্বির জায়গায় খেলছেন সৌম্য সরকার, স্পিনার মেহেদি মিরাজ ও মোস্তফিজুর রহমানের বিশ্রাম দেন অন্যদিকে অলরাউন্ডার আরিফুল হক ও পেসার আবু হায়দার রনি তাদের জায়গায় খেলছেন, অন্যদিকে জিম্বাবুয়ে দুটি পরিবর্তন নিয়ে খেলছে।