জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো বাংলাদেশ। ২৪৭ রানের লক্ষ্যে ইমরুলের- লিট্ন ফিফটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় । ৩৫ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা। শেষ বলে মিথুনের ৬ মেরে ২৪৭ রানের টার্গেট পার করে বাংলাদেশ।
এর আগে শুরুতে বোলিং করে ১৪ রান করা মাসাকাদজাকে আউট করে মোহাম্মদ সাইফুদ্দিন ২০ রান করা ঝুয়াওকে আউট করে ব্রেকথ্রু এনে দেন মেহেদী হাসান । একপ্রান্তে আগলে রেখে ফিফটি আদায় করে নেন টেইলর। ৭৫ রান করা এই ব্যাটসম্যানকে আউট করে মাহমুদুল্লাহ। সাইফুদ্দিনের শিকার হয়ে ৪৭ রান করে আউট হন শন উইলিয়ামস। মাশরাফীর বলে ৪৯ করে আউট হন সিকান্দার রাজা। ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রান করে জিম্বাবুয়ে।
জবাবে ব্যাট করতে নেমে লিটন দাসকে নিয়ে নিজেদের মাঠে ৩ বছর পর উদ্বোধনী জুটিতে ১০০+ রান যোগ করেন ইমরুল কায়েস। ১৪৮ রানে ভাঙ্গে উদ্বোধনী লিটন-ইমরুল জুটি। ৮৩ রানে আউট হন লিটন। ক্যারিয়ারের ২য় ম্যাচে শুন্য রানে আউট হন ফজলে রাব্বি। ৯০ রান করে আউট হন ইমরুল কায়েস।বিশ্বে ১১ তম উইকেটরক্ষক হিসেবে ২’শ তম আউট করেছেন মুশফিকুর রহিম এবং বাংলাদেশের হয়ে সব ফর্মেট মিলিয়ে ১০ হাজার রানের ক্লাবেও পা দিয়েছেন তিনি।