40 তম বিসিএস অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার সকাল 10 টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়।
আগ্রহী প্রার্থীরা 15 নভেম্বর সন্ধ্যায় 6 টা পর্যন্ত bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীরা অনলাইনে আবেদনপত্র পূরণের পরে ব্যবহারকারীর আইডি ব্যবহার করে টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ফরম পূরণ করুন এবং ফি জমা দেওয়ার জন্য প্রক্রিয়াগুলো BPSC ওয়েবসাইটে পাওয়া যাবে।
গত 11 সেপ্টেম্বর বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) 40 তম বিসিএস নিয়োগ নোটিশ প্রকাশ করে। বিপিএসএস ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে 1,903 খালি পদ নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদন জানানো হয়েছিল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ ক্যাডারদের 465 জন, প্রফেশনাল / কারিগরি ক্যাডারের 568 এবং শিক্ষা ক্যাডারে 870 জন এই বিসিএসে নিযুক্ত করা হবে।