নুর উদ্দিন মুরাদ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কহিনুর হুদা ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০ টায় চরপার্বতী রহিমিয়া এতিমখানায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরপার্বতী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল হালিম, চরপার্বতী ইউনিয়ন যুবলীগ নেতা জাফর আহমেদ, চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক জাহিদুর রহমান আকাশ।,ছাত্রলীগ নেতা আরিফ প্রমুখ।
এসময় মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিভিন্ন ষড়যন্ত্র থেকে প্রধানমন্ত্রীকে হেফাজত করার জন্য দোয়া করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।