২১ শে আগষ্ট গ্রেনেড় হামলার রায়ে তারেক সহ ১৭ জনের যাবজ্জীবন এবং বাবর, পিন্টুসহ ১৯ জনের ফাঁসির রায় দেয় আদালত। ১০ অক্টোবর,বুধবার আদালতের এ রায়ে সন্তষ্ট না হয়ে তারেক জিয়ার ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে শাহবাগের অপরাজেয় বাংলা মোড় থেকে ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে ইতিহাসের ঘৃণ্যতম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেনেড হামলার মূল কুশীলব তারেক জিয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবীতে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয় এসময় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, হামলার মুল পরিকল্পনা কারী মাষ্টার মাইন্ড তারেক রহমানের সর্বোচ্ছ শাস্তি মৃত্যুদণ্ড চাই।এতো বড় ঘৃনীত অপরাধের শাস্তি যাবজ্জীবন মেনে নেয়া যায় না।আমরা এরকম ইতিহাসের ঘৃণ্যতম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেনেড হামলা মূল কুশীলব তারেক জিয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবী করি। অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন বলেন,ভয়াল ২১শে আগস্ট গ্রেনেড হামলার মূল পৃষ্ঠপোষক, প্রমাণিত সন্ত্রাসবাদী নেত্রী খালেদা জিয়াকে বিচারের আওতায় আনা এবং বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত নারকীয় এই বর্বরতার ‘মাস্টারমাইন্ড’ তারেক জিয়ার অপরাধের সমানুপাতে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।