ঢাকা রায়ের বাজার বৈশাখী খেলার মাঠে গলাকাটা নাম দিয়ে এক লোককে পাব্লিক মাইর দেওয়ার পর জানা গেলো লোকটা নিরীহ সৌদি প্রবাসী।
লোকটি আমাদের রায়ের বাজারের সবার পরিচিত মুখ গাদ্দাফির চাচাতো ভাই।
প্রথমে বললো লোকটার সাথে থাকা ব্যাগে জবাই করার চুরি, স্প্রে আরো নানা কিছু আছে , পরে জানা গেলো তার ব্যাগে মেসওয়াক, তজবি পাগড়ি ও দুইটা কলা
কিছু অশিক্ষিতোর দল .. গুজবে কান দিয়ে নিরহ মানুষদের উপর অত্যাচার করছে এবং সরকার কে বিভ্রান্ত করছে।