সৌদি আরবে ফিলিপাইনের এক গৃহকর্মীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তার গৃহকর্তার বিরুদ্ধে। বাড়ির আসবাবপত্র রোদের মধ্যে ফেলে রাখার কারণে লাভলি অ্যাকোস্টা বারুয়েলো (২৬) নামের ওই কর্মীর ওপর এ নির্যাতন চালানো হয় বলে ডেইলি মেইলের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।
বাড়ির বাগানে একটি গাছে লাভলি অ্যাকোস্টা বারুয়েলোর হাত ও পা শক্ত করে বেঁধে তাঁকে নির্যাতন করা হয়। তার এক সহকর্মী সেটার ছবি ধারণ করেন।
ফিলিপিনো ওই কর্মী জানান, ছোটখাটো যেকোন ভুল হলেই নিয়োগকর্তারা তাদের ওপর এ ধরনের অমানুষিক নির্যাতন চালান।
ফিলিপাইনের পররাষ্ট্র দপ্তর বলেছে, ঘটনা সম্পর্কে তাদেরকে সম্পূর্ণরূপে জানানো হয়েছে এবং লাভলিকে দেশে ফিরিয়ে আনতে সাহায্য করা হচ্ছে।