বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন সাদ বিন কাদের চৌধুরী স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডাকসু। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক ও ঢাবি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের হল ক্যান্ডিডেট এবং হল গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদ ছিলেন।
সোমবার (১৩ মে ) দুপুরে ছাত্রলীগের পূণাঙ্গ কমিটি প্রকাশের মাধ্যমে মোহাম্মদ নাজিম উদ্দিন কে বিষয়টি নিশ্চিত করা হয়।
সাদ বিন কাদের চৌধুরী বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন। ক্যাম্পাসে তিনি সাধারণ শিক্ষার্থীদের নিকট একটি সুপরিচিত ও জনপ্রিয় মুখ।
মিছিল নিয়ে সমাবেশে যান সাদ বিন কাদের। এছাড়াও তিনি জেলা ভিওিক সংগঠন ফেনী জেলা ছাত্রকল্যাণ ঢাবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফেনী জেলার পরশুরাম উপজেলা থেকে উঠে আসা এই ছাত্রনেতা বলেন, আমি আজীবন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই। বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক হিসেবে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠায় ভূমিকা রাখাই আমার লক্ষ্য। জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে কাজ করে যাব।