রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে লাগা আগুনে এখন পর্যন্ত ১৯ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে ভবনের ভেতরে যেসব ফ্লোরে আগুন ছড়িয়ে পড়েছে সেসব ফ্লোরের প্রতিটিতেই মরদেহ আছে বলে ভেতর থেকে চিৎকার করে জানাচ্ছেন জীবিতরা।
ভবনটিকে ঘিরে উৎসুক জনতার ভিড় নিয়োজিত বাহিনীগুলোর উদ্ধারকাজে বিঘ্ন সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুন লাগার পর থেকেই প্রায় হাজারখানেক মানুষকে ভবনটির নিচে ভিড় করতে দেখা যায়। অনেকেই এসময় মোবাইল ফোন দিয়ে ভিডিও করেন।
জীবন বাঁচাতে ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন অনেকেই। অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান বাহিনীর হেলিকপ্টার থেকেও বারংবার উদ্ধার চেষ্টা চালানো হয়।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন দুর্ঘটনা উৎসুক জনতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিঘ্ন ঘটার নজির রয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে রাজধানীর বনানীর এফআর টাওয়ারের আট ও নয়তলায় আগুন লাগে। এতে ওই ভবনে আটকা পড়েন বহু মানুষ। ধারণা করে বলা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে।