দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালী কবিরহাট উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল কে বহিষ্কার করা হয়।
গত শুক্রবার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত স্বাক্ষরিত নির্দেশটি তাদের ফেসবুকে প্রকাশ করা করে।
বহিষ্কারের প্রতিবাদে গত দুইদিন কবির হাট শহরে বিক্ষোভ মিছিল করেছেন কবিরহাট ছাত্রলীগের অধিকাংশ নেতা কর্মী ।
আজ সন্ধ্যায় নেতা কর্মীরা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টি আকর্ষণ করে। অবিলম্বে বহিষ্কার আদেশ প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনে হুমকি দেন।
তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি কী তা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বিক্ষোভ মিছিলে কবির হাট উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।