অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বছরের জুলাইয়ে গাড়ি চলার জন্য পদ্মা সেতু খোলা হবে। সরকার যদি ধারাবাহিক থাকে তবে পরবর্তী বাজেটের আকার ১০ লাখ কোটি টাকা হবে। ক্যাম্পাস ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত সেরা যুব উদ্যোক্তা স্বর্ণপদক ও পুরস্কার অনুষ্ঠানের উদ্বোধনকালে অর্থমন্ত্রী একথা বলেন।
ক্যাম্পাসের ৩৬ তম বার্ষিকী উপলক্ষে শিক্ষা উন্নয়নে অসামান্য অবদানের জন্য সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সম্মানিত করা হয়। অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। ২0২১ সাল নাগাদ মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অতএব, সকল চ্যালেঞ্জ বাস্তবায়নের পর সরকার একের পর এক মেগাপ্রেজেক্ট বাস্তবায়ন করছে।