বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বগুড়া -৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার রিটার্নিং অফিসার অফিসে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা চলছে বলে আমাদের বগুড়া প্রতিনিধি আবির জানান
খালেদা জিয়ার মনোনয়ন ইতিমধ্যেই এই আসনে জমা দেওয়া হয়েছে। এখন আলমগীর ফখরুলের মনোনয়ন দিয়েও জমা দেওয়া হবে।
বগুড়া -৬ আসনের পূর্বে খালেদা জিয়ার তিনবার (১৯৯৬, ২০০১ ও ২00৮) এমপি নির্বাচিত হয়েছিল। এবারের নির্বাচনে ফেনীর দুটি আসন এবং বগুড়ার আরও দুটি আসনের খালেদা জিয়ার দলের মনোনয়নপত্র কেনা হয়েছিল।
কিন্তু, দুই বছরেরও বেশি সময় ধরে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ কারো নেই- গতকাল হাইকোর্টের আদেশের পর বিএনপি অন্যকে খালেদা জিয়ার পরিবর্তে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। অনুযায়ী, মির্জা ফখরুল বগুড়া -৬ ও জ্যেষ্ঠ নেতা আব্দুল আউয়াল মিন্টু ফেনী -১ আসনের নির্বাচন করবে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী আজকের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।