ধর্ষণের অভিযোগ উঠেছে দ্বিতীয় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে,নোয়াখালীর সোনাইমুড়িতে।বৃহস্পতিবার দুপুরে শিশুটি টিভি দেখতে যায় চাচার ঘরে। সেসময় তাকে ধর্ষণ করে তারই চাচাতো ভাই মনা মিয়া।অবস্থা খুবই খারাপ হ্ওয়ায় শিশুটি বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতারে ভর্তি করা হয়। পরেই শিশুটির শারিরিক আবস্থা গুরুতর হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়