গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল মনোনয়ন প্রত্যাশীদের শেষ দিনের সাক্ষাৎকারে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
মির্জা ফখরুলকে মারার উদ্দেশ্য ময়মনসিংহ- ১ আসনের বিএনপি কর্মীরা তেড়ে গিয়েছেন লাঠিসোঁটা নিয়ে ।
মনোনয়ন প্রত্যাশীদের গতকাল সাক্ষাৎকার নিয়েছে বিএনপি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য।
সকাল ১০টায় ,বুধবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শেষদিনের মতো শুরু হয় সাক্ষাৎকার গ্রহণ।
কার্যালয়ের সামনে সকাল থেকেই ভিড় জমিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা সমর্থকদের সঙ্গে নিয়ে।
দুপুর ১২টার পর সাক্ষাৎকার গ্রহণ শুরু হয় ময়মনসিংহ বিভাগের সাক্ষাৎকার । তখনি ঘটে বিপত্তি।
ময়মনসিংহ- ১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স তার কর্মী সমর্থকদের নিয়ে কার্যালয়ের সামনে আসে। দলীয় কোন্দলের কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তাদের কে
মনোনয়ন দিবেন না এবং তার সাক্ষাৎকার নিবেন না বলে আগে থেকে অফিসের দ্বিতীয় তলা থেকে মাইকে ঘোষণা দেন। প্রিন্স এবং তার কর্মী সমর্থকদের চলে যেতে বলেন দুর্ব্যবহার করে।
এমন ঘোষণায় চরম ক্ষেপে যান ময়মনসিংহ- ১ আসনের বিএনপি কর্মীরা।হট্টগোল শুরু করে লাঠিসোঁটা নিয়ে এবং
অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে মির্জা ফখরুলকে।
মনোনয়ন দিবে না বলায় এবং দুর্ব্যবহার করায় মির্জা ফখরুলকে মারতে তেড়ে গেল কর্মীরা
Posted by রাজনীতি on Wednesday, November 21, 2018