দুজনই পৃথিবীর দুই প্রান্তে বাস করে। ফেসবুক গ্রুপ তাদের পরিচিত হন। তারপর ভিডিও কল সাথে কথা বলা শুরু। কথা বলার এক পযার্যে তারা বুঝতে পারে একে অপরের প্রেমে পড়ছে ।
ক্যালিফোর্নিয়ার বাসিন্দা সমাজ কর্মী সারাহ ম্যাকেনজোন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে এসে সরাসরি বিয়ের পিড়িতে বসলেন শুধু মাত্র প্রেমের টানে। বরিশালের ওয়ার্ড নম্বর ২, কুনিয়া প্রধান সড়কের খ্রিস্টান উপনিবেশের মাইকেল অপু মন্ডল হচ্ছেন বর।
তিনি পেশায় এক জন রং মিস্ত্রি। বিয়ের পর হলুদ রঙের জমা পরা, পিতার আশীর্বাদ গ্রহণ করা সহ সকল ধর্মীয় আচার্য পরা করে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। তারপর তারা বান্দরবন বন্দর রোড়ের একটি হোটেলে উঠেন।
এদিকে, বরিশালে, আমেরিকান তরুণীকে বিয়ে করায় যুবকের বাড়িতে স্থানীয় উৎসুক জনতার ভিড় লেগে যাই ।
ছেলেকে স্বেচ্ছায় বিয়ে করেছিল, যার মধ্যে বরিশাল সুখী ছিল। তারা তাদের সুখী নববধূ এবং উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে।