প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পথ যতো অন্ধকারই হোক, দেশকে উন্নয়নের পথে এগিয়ে চেষ্টা অব্যাহত রাখবো। সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে, আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না। কিন্তু, কেউ আক্রমণ করলে ছেড়ে দেয়া হবে না।
বুধবার সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে অভ্যর্থনা তিনি জানান।
শেখ হাসিনা বলেন, অনেক উন্নত দেশ রয়েছে যেখানে তারাশরণার্থীদের সাহায্যের জন্য হিমসিম খায়। সেখানে আমরা দশ হাজার রোহিঙাদের সাহায্য করেছি এবং আশ্রয় দিয়েছি।
২০০৮ সালে সরকার গঠনের পর সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি করেছি। আমরা টেলিভিশনের অনুমোধন করেছি। আমরা বেসরকারি খাত উন্মুক্ত করেছি। প্রতিটি এলাকায় উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ”
প্রধানমন্ত্রী বলেন, আমাদের চলার পথ কণ্টকাকীর্ণ। আমাদের সামনে আরো যাত্রার পথ বাকি রয়েছে। আমরা ৭.৮৬ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছি।
বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা অখুন্ন রাখতে হবে তিনি বলেন,। জনগণ যদি সুযোগ দেয়, দেশকে সেবা করার অঙ্গীকার করছি।
প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনে যদি জনগণ চায়, আমরা ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা বাংলাদেশকে দারিদ্র্য ও ক্ষুধা মুক্ত করে তুলব। ভবিষ্যৎ সমৃদ্ধ সমৃদ্ধ হবে
এ সময় কবি সুকান্ত ভট্টাচার্যের কিছু বিখ্যাত কবিতা চরণ ‘চলে যাব–তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ/ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল/ এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি/ নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’ আবৃতি করেন।