আফগানিস্তানের রাজধানী কাবুলের আত্মঘাতী বোমা হামলায় নিহতদের সংখ্যা বেড়ে ৫০ জন। দেশে এই ঘটনায় রাষ্ট্র শোক পালন করা হচ্ছে।
মঙ্গলবার ঈদ মিলাদুন্নবী বিষয়ে কাবুলের আলোচনা সভায় আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ৮৩ জনেরও বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কা বলে জানান চিকিৎসকরা।
নিহতদের স্মরণে রাষ্ট্রপতি আশরাফ গনি একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এ পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নগরীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে। গত কয়েক মাসে জঙ্গি আইএস এবং তালেবানের হামলা বাড়ছে দেশটিতে।