একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -৩ (সদর) আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটা নিয়ে কোন সমস্যা নেই মহাজোটে। কিন্তু এই আসনের পাশাপাশি তিনি ঢাকা -17 এবং নারায়ণগঞ্জ -1 আসনে মনোনয়ন সংগ্রহ করেন। তবে আওয়ামী লীগ দুই আসনে মনোনয়ন দিতে চায় না তাকে।
আওয়ামী লীগের সূত্র জানায়, এরশাদ ঢাকা -17 এবং নারায়ণগঞ্জ -1 এর দুটি আসনের জন্য একসঙ্গে মনোনয়ন পাবেন না। যে কোনো একটি বেছে নিতে হবে তাঁকে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা , এরশাদকে বলেন, ঢাকা -17 (গুলশান) আসন এবং নারায়ণগঞ্জ -1 (রূপগঞ্জ) আসন থেকে যে কোনো একটি আসন আপনাকে বেছে নিতে হবে।
তাই, যদি তিনি ঢাকা -17 আসন থেকে এরশাদ নির্বাচন করেন, তাহলে তাকে নারায়ণগঞ্জ -1 আসনে মনোনীত করা হবে না।
নারায়ণগঞ্জ -1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তিনি ঢাকা -17 আসনের জন্য মনোনয়ন পাবেন না। এরশাদকে কোন আসনে নির্বাচাচন করবেন এ বিষয়ে দুই আসনের চূড়ান্ত অনুমোদনের জন্য আজকের মধ্যে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।